মানিকগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে সেওতা উদয় সেনা চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে চির সবুজ সংঘকে ৫-০ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হক, জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও কোচ মোশারফ হোসেন বাদল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এই লীগে জেলার ৮টি দল অংশ নেয়। জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা এই লীগের আয়োজন করে।

Scroll to Top