নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে পৃথক দুইটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
আসামীরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর থানার উলাইল এলাকার মৃত সাহেব আলীর ছেলে কফিল ও আওলাদ এবং একই এলাকার তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু। তাদের ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন ও ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এবং অপর মামলার আসামী (পলাতক) মানিকগঞ্জ থানার খাগড়াকুড়ি এলাকার ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডলকে ৩০২ ধারায় যাবজ্জীবন ও ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
১ম মামলার আসামী মানিকগঞ্জের দৌলতপুর থানার উলাইল এলাকার কফিলের ছেলে হেলালের অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুলাই ধারালো অস্রের আঘাতে রঞ্জিত কুমার মন্ডল স্ত্রী সরস্বতী মন্ডলকে হত্যা করে পালিয়ে যায় এবং ৮ বছরের বিথী নামের এক শিশুকে কফিল, আওলাদ ও দেলোয়ার হত্যা করে বলে অভিযোগ ছিলো।