নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার গোলাম আজদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. সালামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।