নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে ফিরোজা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ নভেম্বর) দিনব্যাপী সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে দের হাজারেরও বেশি অসহায়-সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষকে চিকিৎসা ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেয়া হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পে জেলার জনপ্রিয় চিকিৎসকবৃন্দ ও নার্স উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে বিনামুল্যে রক্ত, ডায়াবেটিস, প্রেশার ও চক্ষু পরীক্ষা করা হয়েছে। এছাড়াও অভিজ্ঞ মেডিকেল ও গাইনি ডাক্তারের মাধ্যমে আগত রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান সত্য সংবাদকে বলেন, “আমরা প্রতিমাসে জেলার বিভিন্ন স্থানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। বিগত কয়েকবছর ধরে ফিরোজা জেনারেল হাসপাতালের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা আগামীতেও এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ”।
তিনি আরো বলেন, আমরা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা দিয়ে থাকি। বিশেষ করে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের আমরা এই সেবা দেই। আমরা দেশ-জাতির কল্যানে ও মানবতার সেবায় কাজ করছি। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও হাসপাতালে বিভিন্ন সময় আমরা রোগীদের বিশেষ ছাড় দিয়েছি।
সরেজমিন উপস্থিত থেকে দেখা যায়, সহস্রাধিক রোগী এসময় বিনামুল্যে চিকিৎসা নিতে এসেছেন। বিভিন্ন পরীক্ষানিরীক্ষাসহ ডাক্তারের বিনামুল্যে চিকিৎসা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান চলছে।
উপস্থিত রোগী আলেয়া বেগম বলেন, “আমরা চিকিৎসা পেয়ে অনেক খুশি। ডাক্তার বিনামুল্যে প্রেসক্রিপশন করে দিছে। তাদের ব্যবহারও অনেক ভালো। মাঝে মাঝে এমন ক্যাম্প হলে আমাদের গরিবদের অনেক উপকার হয়। আমরা জেলায় গেলে ঐ হাসপাতালে চিকিৎসা নিতে যাবো।”
আব্দুল মালেক দেওয়ান বলেন, আমি চোখে কম দেখতাম। শহরে গেলে অনেক টাকা খরচ হবে দেখে যাই নাই। আজকে এই ফ্রি ক্যাম্পে ডাক্তার দেখাইছি। আমি অনেক খুশি”।
স্থানীয় রবিন হাসান বলেন, আমাদের গ্রাম থেকে জেলা শহর অনেকটা দূরে। এখানে সচরাচর ডাক্তার পাওয়াও কষ্টসাধ্য। মাঝে মাঝে এমন ক্যাম্প হলে অনেক উপকার হয়। আমরা ফিরোজা জেনারেল হাসপাতালকে ধন্যবাদ জানাই।
ফিরোজা জেনারেল হাসপাতালের চলমান এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় ও সর্বজন মহলে প্রসংসিত হয়েছে।