বিদুৎ চাইলে বিএনপি গুলি করেছে, আওয়ামীলীগ ঘরে ঘরে বিদ্যুৎ দেয় -স্বাস্থ্যমন্ত্রী

শহর প্রতিনিধি, মানিকগঞ্জ: বিএনপির সময় বিদ্যুৎ চাইলে গুলি করা হতো, আর শেখ হাসিনার সময় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালাচ্ছে বিএনপি-জামাত। তারা আজ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা জানে জনগন তাদের সাথে নাই। তাই নির্বাচনে আসতে ভয় পায় ।

আজ শনিবার(১১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ র্পূব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক আরো বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে অনেক উন্নতি করেছে। করোনার সময় সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে মৃত্যুহার ছিলো সবচেয়ে কম। আমরা ঘরে ঘরে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। দিল্লিতে স্বাস্থ্য বিভাগের আরো দুটি অর্জন রয়েছে যা ইতোমধ্যে বিশ্বের আর কোন দেশ পায়নি। বাংলাদেশের স্বাস্থ্যখাতে অভুতপুর্ব সফলতায় বিশ্ববাসী অবাক হয়েছে । এই সফলতার পুরস্কার স্বরুপ আজকে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অঞ্চলের রিজিওনাল ডায়রেক্টর পদে নির্বাচিত হয়েছেন। এই অর্জন দেশের সুনাম বয়ে এনেছে।

জেলা আওয়ামীলীগের আয়োজনে সংর্বধনায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতার্কমীরা ও হাজার হাজার জনগন অনুষ্ঠানে অংশ নেন।

Scroll to Top