হরিরামপুরে বিএনপি জামাতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপি জামাতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

বক্তারা বিএনপি জামাতের এই হরতাল ও অবরোধকে অবৈধ বলে উল্লেখ করেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top