মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাব্বাব হোসেন ত্বহা: মানিকগঞ্জে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালের গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ এনপিআই পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আইডিইবি মানিকগঞ্জ এর সাধারন সম্পাদক ও এনপিআই পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় আইডিইবি মানিকগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, গনপুর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মোঃ রোকনুজ্জামান, মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান খান প্রমুখ।

এসময় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভুমিকা ও বিভিন্ন সেক্টরের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান সম্পর্কে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে বক্তারা মানিকগঞ্জে আইডিইবির নিজস্ব ভবণ নির্মানের দাবী জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top