স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে তারা। এর মাঝে স্বাগাতিকদের শিবিরে ইনজুরি কারণে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।
এবার জানা গেল, বিশ্বকাপটাই শেষ হয়ে গিয়েছে তার। নির্দিষ্টসময়ে সেরে ওঠা হয়নি ভারতের নির্ভরযোগ্য এই অলরাউন্ডারের। বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস জানিয়েছিল, ‘পান্ডিয়ার এই চোট স্রেফ পা মচকে যাওয়া এবং গুরুতর কিছু নয়। লখনৌতে ম্যাচের আগেই তার ফিট হয়ে যাওয়া উচিৎ। আর এ কারণে পান্ডিয়ার বিকল্প হিসেবে কারও নাম ঘোষণার কোনো পরিকল্পনা নেই ভারতের।’
তবে শেষ পর্যন্ত আর সেরে উঠতে পারেননি পান্ডিয়া। তাই তার পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার প্রাসিধ কৃষ্ণা।
সস/কেএইচটি