মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৭ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল সদর থানার খাগড়াকুড়ি পান্না গ্রুপ ফ্যাক্টরী এলাকায় অভিযান চালিয়ে গতকাল আনুমানিক রাত ১০ টার দিকে আলমের চায়ের দোকানের সামনে হতে ৩ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে।

গ্রেফতাররা মানিকগঞ্জের ঘিওর থানার উত্তর তরা এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মো. টুটুল বিশ্বাস (৩৫), কেল্লাই এলাকার মৃত তারা চান মিয়ার ছেলে মোঃ আব্দুর রহমান (৩৮) ও সদর থানার খাগড়াকুড়ি এলাকার মৃত দেলোয়ার দুলালের ছেলে মোঃ তারা মিয়া (৪০)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় ডিবি।

Scroll to Top