মানিকগঞ্জে রুশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

মানিকগঞ্জে রুশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ শাহীন প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থীরনজয় মন্ডল রুশু (৭)হত্যাকারীদের বিচারের দাবিতে মানব বন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনরা।

রবিবার সকালে শহরের গঙ্গাধর পট্টি এলাকায় বিদ্যালয়ের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নিহত শিশুর বাবা ডাঃ রনজন কুমার মন্ডল, দাদা ডাঃ রনজিত কুমার মন্ডল,দাদী শিলা রানী সরকার, শাহীন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হাসমত আলী হাসান প্রমুখ।

নিহত রুশুর পিতা ডাঃ রনজন বলেন, ডা. মিতার সরকারের পরক্রীয়ার কারনেই আমার সন্তান কে হত্যা করা হয়েছে। আমার সন্তান তো কোন অপরাধ করেনি। আমি এই হত্যার বিচার চাই। তিনি আরোও বলেন প্রায় আট বছর আগে মিতা সরকারের সাথে আমার বিয়ে হয়। এক বছর পর পুত্রসন্তান রুশুর জন্ম হয়। আমাদের মধ্যে বনি-বনা না হওয়ার কারনে আমাদের  বিবাহ বিচ্ছেদ হয়। পরে মিতা সন্তানসহ আলাদা বাসায় ভাড়া থাকতেন এবং পরক্রীয়া করে ডাঃ অর্ঘ সরকার কে বিয়েও করেন। অর্ঘর পরিবার শিশু সন্তান কে মেনে না নেওয়ায় তাকে গত ৩০ সেপ্টেম্বর পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। রুশুর হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দেয়া হোক।

Scroll to Top