মানিকগঞ্জে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুর জৈবিক পিতা গ্রেফতার

মানিকগঞ্জে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুর জৈবিক পিতা গ্রেফতার

নিরঞ্জন কুমার সাহা: মানিকগঞ্জে ডিএনএ টেষ্টের মাধ্যমে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুর জৈবিক পিতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ । আজ বিকেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ । 

গ্রেফতারকৃত জৈবিক পিতা নূর আলম জেলার সিংগাইর উপজেলার খাসের চর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে । তাকে জেলার সিংগাইর উপজেলার খাসের চর বড় বাজার থেকে গ্রফতার করা হয় । 

ঘটনার দিন (০৯/০২/২০২২) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর বড় বাজার এলাকায় মজিবরের বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা সংগ্রহের সময় জোরপূর্বক ধর্ষণের শিকার হয় শিশু শান্তা (১২)। এতে শান্তা গর্ভবতী হলে প্রায় ৬ মাস পর তার মা (শান্তার মা) মানিকগঞ্জ আদালতে মামলা দায়ের করে । 

ভিকটীম শান্তা গত ০১/১১/২০২২ তারিখে পুত্র সন্তান প্রসব করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারিকুল ইসলাম আদালতের অনুমতি সাপেক্ষে ৪ জনের ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়৷ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ভিকটীমের প্রসবকৃত পুত্র সন্তানের জৈবিক পিতা নূর আালমকে সনাক্ত করা হয়।

Scroll to Top