মানিকগঞ্জে হাফিজুল ইসলাম খান (উট্টু) স্মৃতি ফুটবল লীগ শুরু

স্পোর্টস ডেস্ক: মানিকগঞ্জে হাফিজুল ইসলাম খান (উট্টু) স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে

গতকাল বিকেলে সদর উপজেলা গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলাটি গোল শূণ্য থাকায় বেতিলা একাদশ ও হরিরামপুর ফয়সাল এফসি ক্লাব পয়েন্ট ভাগ করে নেয়।

জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা এই লীগের আয়োজন করে।

এই লীগে জেলা প্রথম বিভাগের ৮টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও নারী দলের কোচ মোশারফ হোসেন বাদল প্রমূখ।

Scroll to Top