স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ৩টি আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতির বলে ঘোষণা দিয়েছেন রির্টানিং কর্মকর্তা রেহেনা আকতার।
প্রার্থীদের উপস্থিতিতে তাদের সকল কাগজ পত্র জাচাই-বাছাই করে তিনি এই ঘোষণা দেন। এদের মধ্যে ঋণ খেলাপি এবং প্রয়োজনীয় ভোটারদের সাক্ষরে গড়মিল থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন তিনি।
তবে আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে তারা এ বিষয়ে অপিল করতে পারবেন।
বাতিল হওয়াদের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টি প্রেসিডিয়ামের সদস্য এসএম মান্নান এবং মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম রুবেল রয়েছেন। এই ২জনই ঋণ খেলাপি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা
হয়।