মানিকগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

“কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে একটি জন সচেতনতামূলক র‍্যালি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও মানিকগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এইডস প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা এইচআইভির কারন, সচেতনতা, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। 

অনুষ্ঠানে ব্র‍্যাকসহ বিভিন্ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top