জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ‘না’ নেই ইধিকার

সত্য সংবাদ ডেস্ক: শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সম্প্রতি রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইধিকা। এসময় জায়েদ খান প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী। 

সংবাদমাধ্যম অনুযায়ী, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইধিকা বলেন, ডেফিনেটলি, প্রস্তাব আগেই পাই, তারপরে ভেবে দেখবো। 

জায়েদ খানকে চেনেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন,ডেফিনেটলি। কেন চিনবো না। তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকাদির সঙ্গে অভিনয় করলেন। তখনও প্রচুর নিউজ দেখেছি আমি।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। 

Scroll to Top