অবশেষে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে

সত্য সংবাদ ডেস্ক: বলিউড কাঁপানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসার খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এটা সত্যিই কবে আসছে, কে বানাচ্ছেন, কোনও কিছুই স্পষ্ট ছিল না। অবশেষে এবিষয়ে মুখ খুললেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এ সিনেমার পরিচালনা করব’। 

এর আগে ‘থ্রি ইডিয়টস’-এর পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর এ সিনেমার প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। পাশাপাশি, রাজকুমার হিরানি, অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছিলেন বিধু বিনোদ। যদিও ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত। 

মুক্তির পর এটি ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ করে। মুক্তির দিন এবং সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। এবার জানা গেছে, ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!

Scroll to Top